Pages

Tuesday, June 16, 2015

android মোবাইলকে internet modem হিসেবে ব্যবহার করতে চান

ads

বিডি টিপ্স টেকে আপনাদের স্বাগতম।অনেকের মনে প্রশ্ন আছে কিভাবে এন্ড্রয়েড মোবাইলে মডেম হিসেবে ইউস করবেন।আর তাই আজকে আর দেরি করে টিপস টি নিয়ে লিখা স্টার্ট করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে।


এটিও পড়ুন android এ যা লিখবেন তাই save হয়ে থাকবে

তবে চলুন আর কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। কিভাবে খুব সহজেই আপনার স্মার্টফোন কে মোডেমে রূপান্তর করবেন, তার স্টেপ বাই স্টেপ পদক্ষেপ।

১। প্রথমে আপনার স্মার্টফোনের ডাটা কানেকশন অন করুন।

২। এবার আপনার স্মার্টফোন টি ডাটা ক্যাবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন।

৩। ইউএসবি ক্যাবল স্টোরেজ অপশনে ক্লিক করা থেকে বিরত থকুন।

৪। এবার সরাসরি সেটিং অপশনে চলে যান।

৫। মোর ওয়্যারলেস থেকে Tethering & portable Hotspot


এটিও পড়ুন পেজ ভিউ কমেন্ট ভিউ পোষ্ট ভিউ gadget লাগিয়ে নিন ব্লগে

৬। এবার USB tethering বক্সে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।

ব্যাস হয়ে গেছে এবার দেখুন আপনার পিসি নেট কানেকশন পেয়ে গেছে। দেখেছেন কত সহজ শুুধু ট্রাই করতে হবে।

কাজটি করতে যদি কোন সমস্যা বা মতামত থাকে তবে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন।

No comments:

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status