Ads By Blogger

Saturday, June 15, 2019

computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-2)

ads

গত পর্বে আলোচনা করেছি computer এ internet speed বাড়ানোর উপায়গুলো(part-1)
ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় Run > taskmgr > Ok করে অথবা Ctrl+Alt+Delete চেপে টাস্ক ম্যানেজার ওপেন করুন।
সেখানের Application ট্যাব থেকে আপনার নেটওয়ার্ক কানেকশনের
Application –টিতে Right/ডান ক্লিক করে Go To Process –এ যান। Process ট্যাবে নেটওয়ার্ক কানেকশনের Application-টির প্রসেস দেখাবে।
উক্ত Process এর উপরে Right Click করে Set Priority থেকে ‘AboveNormal’ সিলেক্ট করে দিন।

ইন্টারনেটে যুক্ত থাকা অবস্থায় একই প্রক্রিয়ায় টাস্ক ম্যানেজার ওপেন করুন।

সেখানের Application ট্যাব থেকে আপনার ইন্টারনেট ব্রাউজার Application (যেমন Mozilla Firefox) –টিতে Right ক্লিক করে Go To Process –এ যান। Process ট্যাবে ইন্টারনেট ব্রাউজার Application-টির প্রসেস দেখাবে।
উক্ত Process এর উপরে Right Click করে ‘Set Priority’ থেকে ‘High’ সিলেক্ট করে দিন।

প্রথমে Start> Run> type: regedit লিখে এন্টার দিন। রেজি: কী ওপেন হবে অতপর রেজি: হতে নিম্নরুপ কাজগুলো করুন-
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\RemoteComputer\NameSpace\এই ঠিকানাতে গিয়ে {D6277990-4C6A-11CF-8D87-00AA0060F5BF} এরকম একটা key পাবেন..এটা ডিলিট করে দেন।ভয় পাবার কোন কারন নাই। ইচ্ছা করলে ব্যাকআপ রাখতে পারেন।

এটিও পরুন: এন্ড্রয়েডের কিছু গুরুত্বপূর্ন কোড দেখে নিন

প্রথমে আপনার কম্পিউটারের Run ওপেন করুনRun এ cmd লিখে এন্টার দিন
দেখুন নিচের ছবির মত একটি উইন্ডো এসেছে

এবার এখানে নিচের command দিন এবং এন্টার দিন ipconfig/all এবার দেখুন এখানে অনেক গুলু লিখা এসেচে এবার একান থেকে আপনার DNS SERVER লাইন টা খুঁজে করুন।নিচের ছবির এর মতো DNS SERVER এর IP টা NOTEPAD এ লীখে রাখুন বা মনে রাখুন।এবার নিচের COMMAND টা দিন।ping এর পর আপনার আইপি টা দিন এবং -t দিনযেমন ping 117.23.255.110-t এবার এন্টার দিন।ব্যাস কাজ শেষ ।আবার দেখুন ইন্টারনেট এর স্পীড বেড়ে গেসে। এটা মূলত আপনার DNS server থেকে স্পীড হ্যাক করা।এবার যতক্ষন ইন্টারনেটে থাকবেন এইটা চালু রাখুন।
এবার goto control panel> printers and other hardware এ গিয়ে phone and mode options সিলেক্ট করুন ।দেশের নাম bangladess select করুন।area code ঘরে ০২ দিন।এ বার modem এ কিল্ক করে আপনার modem select করে properties এ যান ।তারপর advance এ click করুন এবং ফাঁকা লিখুন at&fx তারপর ok ।

my computer এর properties এ যান।তারপর advanced এ click করুন।তারপর performance এর settinges এ click করুন। custom এ click করে আপনার প্রয়োজনীয় গুলো রেখে বাকিগুলু uncheek করেদেন।

এই ট্রিকস গুলো উইন্ডোজ এক্সপির জন্য প্রযোজ্য। উইন্ডোজ সেভেনের একটু খোঁজাখোজি করলে পেয়ে যাবেন।
ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status