Ads By Blogger

Friday, October 12, 2018

কিভাবে Dropbox এ Direct Download Link তৈরী করবেন

ads
বিডি টিপ্স টেকে আপনাদের সবাইকে স্বাগতম।ব্যক্তিগতভাবে ফাইল শেয়ারিং এর জন্য ড্রপবক্স খুব জনপ্রিয় একটি ফাইল শেয়ারিং সাইট।

এটিও পড়ুন Download করে নিন Facebook emotion code collection

এখানে বিনামূল্যে ২জিবি ডাটা দেওয়া হয়। তবে কাউকে রেফার করলে তার জন্য দুজন ব্যক্তিই অতিরিক্ত ৫০০ মেগাবাইট করে ডাটা বোনাস হিসাবে পায়। অধিক পরিমাণ ডাটা শেয়ারের ক্ষেত্রে ব্যান্ডউইথ লিমিট থাকলেও সাধারন মানুষের কাছে ড্রপবক্স অনেক গুরুত্বপূর্ণ। আমি নিজেও ড্রপবক্স দিয়ে প্রথম ফাইল শেয়ারিং শুরু করি। যাহোক, এবার আসল কথায় আসি। আমরা এখন দেখবো কীভাবে ড্রপবক্সে ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করা যায়।

যদি ড্রপবক্স এক্যাউন্ট না থাকে এখান থেকে খুলে নিন তাহলে ফ্রি ৫০০মেগাবাইট স্পেস বেশি পাবেন।

যেকোন একটা ফাইল আপলোড করুন এবং আপলোড কমপ্লিট হলে নিচের চিত্রের মতো সেটার উপর রাইট ক্লিক করে শেয়ার লিংক নির্বাচন করুন।

এটিও পড়ুন এবার আপনাকে কল দিবে এঞ্জেলিনা জুলি
তাহলে আপনার কম্পিউটারের ক্লিপবোর্ডে লিংকটি কপি হয়ে যাবে। মনে করি আমাদের লিংকটি নিচের মতো।
"www.dropbox.com/s/qmocfrco2t0d28o/Fluffbeast.docx"



ডাইরেক্ট ডাউনলোড লিংক তৈরী করার জন্য শুধুমাত্র www এর স্থলে dl লিখুন যেটা দেখতে নিচের মতো হবে।
"https://dl.dropboxusercontent.com/s/qmocfrco2t0d28o/Fluffbeast.docx" তাহলে ডাইরেক্ট ডাউনলোড তৈরি হয়ে যাবে।আশা করি বুঝতে পেরেছেন।সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
ads

No comments:

Leave A Comment

আমাদের পোস্টগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাদের উৎসাহ দিন

copyright 2014-2023@bdtipstech DMCA.com Protection Status